অরুণাচলপ্রদেশে ভয়াবহ তুষারধসে নিখোঁজ ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান। অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের দুর্গম পাহাড়ি এলাকায় তুষার ধস নামে। ইতিমধ্যেই নিখোঁজ সাত জওয়ানের খোঁজে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করেছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বরফের নীচে চাপা পড়েছেন সাত জন জওয়ান। তাঁদের উদ্ধারের জন্য ইতিমধ্যে সেনার স্পেশাল ফোর্সকে হেলিকপ্টারে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার সেনার এক পেট্রোলিং টিম ওই অঞ্চলে টহল দিতে গিয়েছিলেন। সেসময়ই আচমকা পাহাড়ের উঁচু জায়গা থেকে হুড়মুড় করে বরফের বড় বড় চাঁই ধসে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে বরফের পুরু চাদরে ঢেকে যায়। ঘটনার পরও লাগাতার ওই এলাকায় তুষারপাত চলছে। শেষ খবর অনুযায়ী এখনও নিঁখোজ সাত জওয়ানের খোঁজ মেলেনি। উল্লেক্ষ্য, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার তুষারপাত চলছে।