শ্রী রামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হলে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মাচার্য রামকৃষ্ণ শ্রীবাস্তব। জানা গিয়েছে, প্রাণপ্রতিষ্ঠার সময় আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে, সঙ্গে সঙ্গে বায়ুসেনা এবং আরোগ্য মৈত্রীর BHISHM মোবাইল হাসপাতালের তৎপরতায় ৬৫ বছর বয়সি ওই ধর্মগুরুর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, রামকৃষ্ণ শ্রীবাস্তব মন্দির আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এরপরেই উইং ক্যাডার মণীষ গুপ্ত তাঁকে উদ্ধার করেন। তাঁর নেতৃত্বে ভীষ্ম কিউবের একটি দল এক মিনিটের মধ্যে ধর্মগুরুকে সরিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন - রামের প্রাণ প্রতিষ্ঠা, অনুষ্ঠানে সামিল অতিথিদের কারও চোখ রইল বড় স্ক্রিনে, কেউ দেখলেন মোবাইলে
'গোল্ডেন আওয়ারে' প্রাথমিক চিকিৎসা শুরু হয়। দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে। এরপর ওষুধ দেওয়া হয়। তাঁর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে, তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।