তামিলনাড়ুর জাল্লিকাট্টু অনুষ্ঠানে(Jallikattu Accident in Tamilnadu) দুর্ঘটনা। অভনিয়াপুরমে রবিবারের দুর্ঘটনায় জখম প্রায় ৬০ জন। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর।
ইতিমধ্যেই ওই ২০ জনকে চিকিৎসার জন্য রাজাজি হাসপাতালে(Rajaji Hospital) পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা এখনও যথেষ্ট সংকটজনক বলেই খবর। বাকি ৪০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হাসপাতালে থেকে।
আরও পড়ুন- Nepal Plane Crash: বিমান দুর্ঘটনায় জীবিত কাউকে উদ্ধার করা যায়নি, পোখরা থেকে জানিয়েছে নেপাল সেনা
মাদুরাই প্রশাসন(Madurai Govt.) সূত্রে খবর, আহতদের সেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।