জামশেদপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, যাকে সাধারণভাবে এনআইটি জামশেদপুর বলা হয়, সেখানকার ৬ ছাত্র ২০২৩-২৪ সালের প্লেসমেন্টে বার্ষিক ৮৩ লক্ষ টাকার চাকরি পেয়েছেন! তিনজন ছাত্র কম্পিউটার সায়েন্স বিভাগের, বাকি তিনজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। অ্যাটলাসিয়ান নামে একটি বহুজাতিক আইটি কোম্পানি এই বিপুল পরিমাণ বেতনে এনআইটি জামশেদপুরের ৬ পড়ুয়াকে নিয়েছে। এই কোম্পানির সদর দফতর অস্ট্রেলিয়ায়।
এনআইটি জামশেদপুরের ট্রেনিং এবং প্লেসমেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এ কে চৌধুরী বলেছেন, "এই বছরের সর্বোচ্চ প্যাকেজ বার্ষিক ৮৩ লক্ষ টাকা, পেয়েছেন ৬ জন ছাত্র।" গত বছর মাত্র একজন পড়ুয়া বার্ষিক ৮৩ লক্ষ টাকার চাকরি পেয়েছিলেন। এবার সংখ্যাটা অনেকটাই বাড়ল।
এনআইটি জামশেদপুরে ভর্তি নেওয়া হয় কেবলমাত্র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে৷ এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
কম্পিউটার সায়েন্স বিভাগের যে তিন পড়ুয়া এই অফার পেয়েছেন, তাঁরা হলেন আদর্শ কাশ্যপ, তনয়া সিং এবং অর্পিত কুমার৷ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে আছেন শুভম কুমার এবং রাহুল পাণ্ডে।