নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ছয় নকশাল। তাদের মধ্যে দুজন মহিলা রয়েছে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বীজাপুর জেলায়।
সংবাদসংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বক্সার রেঞ্জের পুলিশের IG সুন্দরজ পি জানিয়েছেন, বুধবার ভোরে অ্য়ান্টি নক্সাল অপারেশন শুরু করা হয়েছিল। সেসময় পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেসময় ৬ নকশাল নিহত হয়।
কোন কোন বাহিনী অংশ নিয়েছিল?
জানা গিয়েছে ওই অপারেশনে অংশ নিয়েছিল কোবরা, CRPF এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী। বিশেষ সূত্র থেকে খবর পেয়েই ওই অভিযান চালানো হয়েছিল।