ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তামিলনাড়ুতে। প্রবল বৃষ্টিতে সেখানকার একাধিক এলাকা জলমগ্ন। জলের তলায় রেললাইন। ফলে প্রায় ৫০০ যাত্রী রেল স্টেশনে আটকে পড়েছেন। জলের তোড়ে ভেসে গেছে রেললাইনের তলার মাটি। ফলে কার্যত ঝুলন্ত অবস্থায় রয়েছে রেল ট্রাকগুলি।
এদিকে প্রবল বৃষ্টিতে একাধিক রাস্তাও ভেঙে গিয়েছে। সেকারণে বিভিন্ন এলাকায় পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। তবে রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনে এবং ট্রেনে আটকে পড়া যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
রেল যাত্রী এবং বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আকাশপথে বিভিন্ন এলাকায় যেতে পারেন উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে বিভিন্ন বাঁধ থেকেও জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। ফলে আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ পারে বলে আশঙ্কা করা হচ্ছে।