তেলাঙ্গানার ১১৯টি আসনে নির্বাচনের পরই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ। বুথফেরত সমীক্ষায় প্রাথমিক ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির।
রাজস্থানে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, ৮৬-১০৬টি আসন পেতে পারে কংগ্রেস। ৮০-১০০ আসন পাবে বিজেপি। ২০০টি বিধানসভা কেন্দ্র অন্যান্যরা পাবে ৯-১৮টি আসন। এই রাজ্যে ক্ষমতা হারাবে কংগ্রেস।
মধ্যপ্রদেশে অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে ক্ষমতায় আসছে বিজেপি। টুডেজ চানক্যের বুথফেরত সমীক্ষার দাবি ১৫১ আসন পেতে পারে বিজেপি।কংগ্রেস পাবে ৭৪টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়াও একই কথা বলেছে।
একাধিক বুথফেরত সমীক্ষায় দাবি, ছত্তিশগড়ে ফের ক্ষমতায় ফিরছে কংগ্রেস। বিজেপির আসন বাড়লেও তা প্রভাব পড়বে না। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, কংগ্রেস ৪০-৫০ আসন পেতে পারে। বিজেপি ৩৬-৪৬টি আসন পাবে। জন কি বাত সমীক্ষাতেও বলছে কংগ্রেস ৪২-৫৩টি আসন পাবে। বিজেপি ৩৪-৪৫টি আসন পাবে।
তেলাঙ্গানার বুথফেরত সমীক্ষায় ক্ষমতায় ফিরছে বিআরএস। ইন্ডিয়া টিভি ও সিএনএক্সের বুথফেরত সমীক্ষা বলছে, ফের ক্ষমতায় ফিরবে বিআরএস। ৭০টি আসন পাবে তাঁরা। কংগ্রেস ৩৪টি ও বিজেপি ৭টি আসন পাবে বলে দাবি এই সমীক্ষায়।
মিজোরামে ক্ষমতায় ফিরতে পারে বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট। সিএনএক্সের এক্সিট পোল অনুযায়ী এই দল পেতে পারে ১৪-১৮ আসন। সি ভোটারের সমীক্ষায় জানা গিয়েছে, এমএনএফ পেতে পারে ১৫-২১টি আসন।