ইতিহাসের চোখে ৫ সেপ্টেম্বর। এমন একটি তারিখ, যা ভারত তথা বিশ্বের ইতিহাসের সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বাংলার ইতিহাসের ক্ষেত্রেও দিনটির গুরুত্ব অপরিসীম।
ক্যালেন্ডারের পাতায় আজ ৫ সেপ্টেম্বর। গোটা ভারত আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকি। ১৮৮৮ সালের আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। যিনি নিজের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবেই পালন করতেন। ১৯৬২ সালের আজকের দিনকে সরকারি ভাবে শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
১৯৮৬ সালের আজকের দিনেই ঘটেছিল এক নারকীয় জঙ্গি হামলা। ৩৬০ জন যাত্রীকে নিয়ে পাকিস্তানের করাচি থেকে বিমান হ্যাইজ্যাক করেছিল জঙ্গিরা। এই বিমানের সেবিকা ছিলেন নীরজা ভানত। যিনি একক কৃত্বিতে তিন শিশু-সহ ৩৬০ জনের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু জঙ্গিদের গুলিতে তাঁর মৃত্যু হয়েছিল। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর বায়োপিক।
১৯৮৭ সালের আজকের দিনে বিশ্ব টেনিসে প্রথম শাস্তির কথা ঘোষণা করা হয়েছিল। কোর্টের মধ্যে আম্পায়রের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ শাস্তি দেওয়া হয়েছিল জন ম্যাকেনরোকে। শাস্তি হিসাবে ১৫০০ ডলার জরিমানা করা হয়েছিল।