কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনা । প্রবল বৃষ্টির জেরে রাস্তায় ধস নামে । সেইসময় ধসে চাপা পড়ে যায় যাত্রীবাহী গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের । উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার তারসালি এলাকার ঘটনা ।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডে বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে । যার জেরে তারসালির কাছে রাস্তায় ধস নামে । সেইসময় কেদারনাথের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ওই গাড়ি । ধসের জেরে পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল । তারপর পাঁচজনের দেহ উদ্ধার করা হয় ।
পুলিশ সূত্রে খবর, মৃত ৫ জনের মধ্যে তিন জন গুজরাতের বাসিন্দা । বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা। দুর্ঘটনার জেরে শুক্রবার কেদারনাথ যাওয়ার গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।