গুজরাটের একটি স্কুলে ৪ বছরের এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ভরা ক্লাসরুমে শিশুকে অনবরত চড় মারতে দেখা যায় শিক্ষককে। শিশুটির অভিভাবক এই ঘটনার ফুটেজ শেয়ার করে নিতেই, অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়।
৪ বছরের শিশুর গাল এবং পিঠের মাঝখানে প্রায় কয়েক ডজন চড় মারতে দেখা যায় শিক্ষককে। অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হতেই তাঁকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মেয়েটির বাবা-মা আইনি ব্যবস্থা চেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শিশু অধিকার ও সুরক্ষা, ২০১৫ এর প্রাসঙ্গিক ধারায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Bengali Serial TRP: বিশ্বকাপের জের, নম্বর কমল সব ধারাবাহিকের, এই সপ্তাহে ফার্স্ট গার্ল কে?
ছাত্রীর বাবা জানান , “ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমার মেয়েকে শিক্ষক অন্য ছাত্রদের সামনে কত নির্দয়ভাবে মারধর করেছেন। আমরা চাই কর্তৃপক্ষ আমাদের বিচার করুক,”