উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন আটকে থাকা ৪১ জন শ্রমিক। র়্যাট হোল প্রযুক্তির মাধ্যমেই খননকাজ চালানোর পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। জানা গিয়েছে, মাইক্রোটানেল তৈরি করেই ওই শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।
নভেম্বরের ১২ তারিখ থেকে সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। বিভিন্ন উপায়ে তাঁদের বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়। কিন্তু সব উপায়ই বিফলে যায়। অবশেষে মধ্যপ্রদেশ থেকে ৬জন র়্যাট হোল প্রযুক্তি বিশেষজ্ঞকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা একটি মাইক্রোটানেল তৈরি করে উদ্ধার করেন শ্রমিকদের।
এদিকে সুরঙ্গের বাইরে অপেক্ষায় রয়েছেন আটকে পড়া শ্রমিকদের পরিবার। প্রশাসনের তরফে তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমনকি ৪১ বেডের একটি হাসপাতালও তৈরি করা হয়েছে সরকারের তরফে। তৈরি রাখা হয়েছে অ্য়াম্বুল্যান্স।
সংবাদ সংস্থা এবং বিভিন্ন সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে, শ্রমিকদের উদ্ধার করার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা অনুমতি দিলেই তবে বাড়ি যেতে পারবেন।
বর্তমানে শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিদিন পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পাঠানো হচ্ছিল। এছাড়াও রোজ পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং করা হচ্ছিল।