ইতিহাসে ৪ নভেম্বর দিনটি নানাভাবেই তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালের ৪ নভেম্বর প্রথম আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ করেন বারাক ওবামা। ১৯২৪ সালের ৪ নভেম্বর আমেরিকার কোনও রাজ্যের প্রথম মহিলা গভর্নর হিসাবে স্থলাভিষিক্ত হন নেলি টায়লো।
১৮৮৯ সালের ৪ নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামী, শিল্পপতি তথা মহাত্মা গান্ধীর অনুরাগী জমনালাল বাজাজের জন্ম হয়েছিল।
১৯৯৭ সালের ৪ নভেম্বর সিয়াচেনে বিশ্বের উচ্চতম STD বুথ সথাপন করা হয়। যে সিয়াচেনে ৩ হাজারেরও বেশি ভারতীয় সেনা রয়েছে ১৫০টি সেনাচৌকিতে।