প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ঘটে যাওয়া ঘটনাগুলো দিনের স্মৃতি মনে করায়। ৪ ফেব্রুয়ারির সঙ্গেও জড়িয়ে অনেক ইতিহাস। এদিন ২০০৪ সালে মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন। হাবার্ড বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু মিলে এই ওয়েবসাইট লঞ্চ করেন জুকারবার্গ। ফেসবুক কয়েকদিনের মধ্যেই বিশ্বের সব মানুষের দৈনন্দিন জীবনে জায়গা করে নেয়।
৪ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে পালিত হয় ক্যানসার সচেতনতা দিবস। ক্যানসার সম্পর্কে সচেতনতার জন্য প্রচার শুরু করে ইউনিয়ান ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল। এই দিনটিকে মান্যতা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। এবারের থিম রাখা হয়েছে 'ক্লোজ দ্য কেয়ার গ্যাপ: এভরিওয়ান ডিজার্ভস অ্যাকসেস টু ক্যানসার কেয়ার।'
১৯২২ সাল। এদিনই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘটেছিল চৌরিচৌরা কাণ্ড। উত্তরপ্রদেশের গোরখপুরে এই ঘটনা ঘটে। গান্ধিজী সেই সময় দেশজুড়ে অসহযোগ আন্দোলন করছিলেন। শান্তি মিছিলে সত্যাগ্রহীদের উপর গুলি চালায় ব্রিটিশ পুলিশ। এরপরই খেপে ওঠেন সমর্থকরা। ২৩ জন ব্রিটিশ পুলিশকর্মীকে জীবন্ত জ্বালিয়ে মারা হয়। এই ঘটনার পরই আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি।