ইতিহাসের চোখে ৩ সেপ্টেম্বর। এমন একটি তারিখ, যা ভারত তথা বিশ্বের ইতিহাসের সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বাংলার ইতিহাসের ক্ষেত্রেও দিনটির গুরুত্ব অপরিসীম।
ইতিহাসের পাতায় আজ ৩ সেপ্টেম্বর ভারত এবং অন্ধ্রপ্রদেশ রাজনীতির জন্য এক কালোদিন। ২০০৯ সালে আজকের দিনেই অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ওয়াই এস রাজাশেখর রেড্ডির দেহ উদ্ধার হয়েছিল জঙ্গল থেকে। দোসরা সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয় তাঁর হেলিকপ্টার। নালামাল্লার জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
২০০৬ সালের আজকের দিনে দ্বীপরাষ্ট্র গায়নার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভারত জগদেব। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী সময় ২০২০ সালে আবার গায়নার ভাইস প্রেসিডেন্ট হন।
৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৩ সালের আজকের দিনেই মিত্র শক্তি ইতালি আক্রমণ করেছিল।