একই অঙ্গে অনেক রূপ। কখনও ডাক্তার আবার কখনও প্রধানমন্ত্রীর দফতরের কর্মী। এই পরিচয় দিয়ে গত কয়েক বছরে একটি নয়, ছটি বিয়ে করেছিল এই ব্যক্তি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গেল। জানা গিয়েছে, এই যুবকের আসল বাড়ি কাশ্মীরের কুপওয়াড়ায়। ওডিশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
৩৭ বছরের এই যুবকের নাম ইশান বুখারি। তার কীর্তি দেখে পুলিশও অবাক হয়েছে। ওডিশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দাবি, ইশানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা রয়েছে। তার জন্য পাকিস্তানের বহু মানুষের তথ্য পুলিশের হাতে এসেছে। শাপাশি কেরলের কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গেও তার যোগসূত্র মিলেছে।
গত কয়েক বছরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, কাশ্মীর প্রভূতি রাজ্যের ৬ জন মহিলাকে বিয়ে করেছিল এই প্রতারক। কাশ্মীর পুলিশও তাকে খুঁজছিল বহুদিন ধরেই। প্রতারণার নানা মামলা রয়েছে তার নামে।