৩০ অক্টোবর। এই দিনের সঙ্গে জড়িয়ে একাধিক ঘটনা। বিশ্ব ইতিহাস বদলে দিয়েছিল পারমানবিক বোমা। আজকের দিনে তৈরি হয়েছিল, বিশ্বের সবথেকে শক্তিশালী বোমা। যার নাম দেওয়া হয়েছিল জার বোমা। আমেরিকার দুই পারমাণবিক বোমা লিটল বয় ও ফ্যাট ম্যানের থেকেও কয়েকগুণ বেশি শক্তিশালী।
সোভিয়েত ইউনিয়ানের বিজ্ঞানী আন্দ্রেই সাখারভ। ১৯৬০ সালে এই বোমা তৈরি হয়। এখনও পর্যন্ত এই বোমা বিশ্বের সবথেকে শক্তিশালী বোমা। পরমাণু যুদ্ধবিরোধী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাখারভ। ১৯৭৫ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
৩০ অক্টোবর ভারতের পারমাণবিক ইতিহাসের জনক জাহাঙ্গির ভাবার সঙ্গে জড়িয়ে। ৩০ অক্টোবর, ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন এই ভারতীয় বিজ্ঞানী। তিনি স্বাধীনতার পর দেশে প্রথম পারমাণবিক কেন্দ্র তৈরির করার জন্য প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে রাজি করান। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এই বিজ্ঞানীর মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে।
৩০ অক্টোবর। এই দিনই ভারতে প্রথম পাঁচতারা হোটেল প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে রাজধানী দিল্লিতে দেশের প্রথম পাঁচতারা, হোটেল অশোক পথচলা শুরু করে। ২৫ একর জমিতে ৭ তলা এই হোটেলে ঘর সংখ্যা ছিল ৫৫০। এই হোটেলে পিলার ছাড়া একটি বিরাট হল ছিল। এই হোটেলের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।