বিহারের পর এবার ওড়িশা। মালগাড়ি লাইনচ্যুত হয়ে উঠে এল প্ল্যাটফর্মে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ওড়িশার কোড়াই স্টেশনে। বিহারে কেউ মারা না গেলে ওড়িশার এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ যাত্রীর। আরও ২ জন আহত হয়েছেন বলেই খবর।
রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ওড়িশার কোড়াই স্টেশনে সোমবার সকাল ৬টা ৫৪ নাগাদ একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনের ৮টি বগি স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায় বলেই খবর। জাজপুরের পুলিশ সুপার জানান, এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন- Bangladesh News: পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও দুই জেএমবি জঙ্গী, ব্লগার অভিজিৎ-দীপন খুনে অভিযুক্ত তারা
ধাক্কার চোটে মালগাড়ির একটি বগি স্টেশনের ওভারব্রিজে উঠে যায় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেসময় ভুবনেশ্বরমুখী লোকাল ট্রেন ধরতে প্ল্যাটফর্মে ছিলেন অসংখ্য নিত্যযাত্রী। এই দুর্ঘটনায় তৎক্ষণাৎ তাঁদের মধ্যে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়।