সিকিমে পথ দুর্ঘটনা। মেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত একাধিক। তাঁর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সিকিমের রানিপুলের কাছে একটি মাঠে মেলা চলছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেলার পাশে থাকা তিনটি গাড়িকে ধাক্কা মেরে সোজা মেলার মাঠে ঢুকে পড়ে ট্যাঙ্কারটি। কিছু বুঝে ওঠার আগেই একাধিক মানুষ আহত হন। হুড়োহুড়ি পড়ে যায় মেলা চত্বরে।