ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার তদন্তে ৩ রেল কর্মীকে গ্রেফতার করল CBI। তাঁরা হলেন, সিনিয়ন সেকশন ইঞ্জিনিয়র অরুণ কুমার মহন্ত,সেকশন ইন্জিনিয়র অমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, ওই তিন রেলকর্মীর জন্য এত বড় রেল দুর্ঘটনা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেকারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্তরা ঠিক কী করেছেন তা তদন্তকারী অফিসাররা জানাননি।
অন্য একটি সূত্রের খবর, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওই তিন রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে একাধিকবার তল্লাশিতে গিয়েছিল CBI।
২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা প্রায় ১ হাজার।