মাঙ্কিপক্সে (Monkey Pox) এবার দ্বিতীয় আক্রান্তের খোঁজ দেশে। কেরলের কান্নুরে আরও এক আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ১৩ জুলাই দুবাই থেকে ম্যাঙ্গালোরে ফেরেন আক্রান্ত ব্যক্তি। মাঙ্কিপক্সের লক্ষণ সামনে আসার পরই হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। আক্রান্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
গত সপ্তাহে মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে উচ্চ পর্যায়ের শৃঙ্খলারক্ষা দল পাঠায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মাত্র কয়েকদিন আগে কেরলের কোল্লাম জেলায় মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। তারপরই বিশেষ দল পাঠায় কেন্দ্র। ওই দলই রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মাঙ্কিপক্স আউটব্রেকের সঙ্গে লড়াই করছে। গত সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাঙ্কিপক্স প্রতিরোধে যা যা করার দরকার, তাই করা হবে।
আরও পড়ুন: মধ্যবিত্তের হাতের বাইরে যেতে চলেছে প্যাকেটজাত পণ্য, দাম বাড়বে চাল-ডাল-মুড়ির
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মাঙ্কিপক্স নিয়ে প্রত্যেক রাজ্যকে আগেই সতর্ক করেছিল। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সরকার। WHO জানিয়েছে, মাঙ্কিপক্স আসলে ভাইরাল জুনসিস। অর্থাৎ প্রাণী থেকে এই সংক্রমণ মানুষের মধ্যে ছড়ায়।