গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যন্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ । পাহাড়ি এলাকায় ধস নামছে, সেইসঙ্গে হড়পা বান । ভেঙে যাচ্ছে রাস্তাঘাট । জলে ভাসছে একাধিক এলাকা । রবিবারই ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে । সোমবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৮ । দিল্লির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । প্রশাসনের তরফে জানানো হয়েছে যমুনায় আরও জল ছেড়েছে হরিয়ানা সরকার । সেক্ষেত্রে, নদীর জলস্তর আরও বৃদ্ধি পেয়েছে । নতুন করে ভাসতে পারে দিল্লির একাধিক এলাকা ।
বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই ১৬টি কন্ট্রোল রুম খুলেছে দিল্লির আপ সরকার । স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে । বাড়ি থেকেই অফিস করার পরামর্শ দেওয়া হচ্ছে । দিল্লির মতোই একই পরিস্থিতি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য । রবিবার হিমাচলে হড়পা বান ও ধসের জেরে বিয়াস নদী সংলগ্ন জাতীয় সড়কের অর্ধেক ভেঙে গিয়েছে । বাড়ি ধসে পড়েছে, জলে ভাসছে গাড়ি...সেরকমই ভয়ানক কিছু ছবি কয়েকদিন ধরে সামনে এসেছে । অন্যদিকে, বৃষ্টির মধ্যে দুর্যোগের সময় পেট্রোলিংয়ের সময় নদীতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে দুই সৈনিকের ।
আরও পড়ুন, Unexpected Snowfall: অসময়ের তুষারপাতে ক্ষতিগ্রস্ত লাদাখ, হিমাচলে কমপক্ষে ৫ জনের মৃত্যু
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি এখনও চলবে । আগামী দু'দিন ভারা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় । দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে । হিমাচল প্রদেশ ও কাশ্মীরে জারি লাল সতর্কতা ।