অসমের বৃষ্টিতে ও বাজ পড়ে গুজরাতে মোট ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে বাজ পড়েই প্রাণ গিয়েছে ২২ জনের। গত রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই বৃষ্টি শুরু হয়েছে। সোমবারও তা অব্যাহত ছিল।
রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই দুর্যোগের জেরে রাজ্যে মোট ৭৯টি গবাদি পশুও মারা গিয়েছে। তার মধ্যেই অনেকের জলে ভেসে মৃত্যু হয়েছে বলেই দাবি প্রশাসনের। বৃষ্টির তোড়ে বেশ কিছু জেলা থেকে বাড়ি ধসার খবর পাওয়া গিয়েছে। আমেদাবাদ-সহ একাধিক জায়গায় গাছ উপড়েছে।
গুজরাতের এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক বার্তায় তিনি জানিয়েছেন, বাজ পড়ে এবং বৃষ্টির ফলে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা রইল। প্রতি পরিবারকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।