ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের।
অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বলা হয় এযাবৎ পৃথিবীতে যা অবিষ্কার হয়েছে, সেটা ছিল ওই সময়ের প্রেক্ষিতে সবচেয়ে বড় আবিষ্কার। কারণ তখন এক দেশ থেকে অন্য দেশে যেতে অনেকটাই সময় লাগত। সেই সময়কে লাঘব করতেই ২৭ অগাস্ট আজকের দিনেই প্রথম উড়ানে যুক্ত হয়েছিল জেট ইঞ্জিন। সালটা ১৯৩৯। প্রযুক্তি বিজ্ঞানে এই অসাধ্য সাধন করে দেখিয়েছিল জামার্নি।
সালটা ছিল ২০০৩। আজকের দিনেই সৌর জগতে ঘটেছিল এক অবাক কাণ্ড। পৃথিবীর খুব কাছে চলে এসেছিল মঙ্গল। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়েছিল মার্স ক্লোজ অ্যাপ্রোচ। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল ৩৪ মিলিয়ন মাইল। যা ঘটেছিল ৬০ হাজার বছর পর।
বেঁচে থাকলে আজ তাঁর বয়স হয় ১১৫ বছর। তিনি ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। আজকের দিনেই ১৯০৮ সালে জন্মগ্রহণ করেছিলেন স্যর ডন। ক্রিকেট তাঁর হাতে কথা বলেছে। এরপর বাকিটা ইতিহাস