প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এক একটি ইতিহাস। ২৫ অক্টোবরের সঙ্গেও জড়িয়ে অনেক ইতিহাস। ভারত বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। স্বাধীন ভারতে, ১৯৫১ সালে ২৫ অক্টোবর প্রথম নির্বাচন হয়। সুকুমার সেন ছিলেন দেশের প্রথম নির্বাচন কমিশনার। এই দিন ইতিহাসের সঙ্গে জড়িয়ে।
২৫ অক্টোবর হিন্দি সাহিত্যে অন্যতম দিন। এই দিনই হিন্দি ভাষার অন্যতম লেখক নির্মল ভার্মা প্রয়াত হন। বলা হয়, তাঁর সমকালীন ও পরবর্তী কালে আর কোনও এমন প্রতিভা আসেনি হিন্দি সাহিত্যে।
২৫ অক্টোবর আন্তর্জাতিক শিল্পী দিবস। বিশ্বজুড়ে এই দিনটি শিল্প-সাহিত্য, কলাকে সম্মান জানানো হয়। ২০১৪ সাল থেকে এই দিনটি বিশ্বে পালিত হওয়া শুরু হয়। এই দিন মহান শিল্পী পাবলো পিকাসোকেও সম্মান জানানো হয়।