প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলের ওয়ানড়। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সে রাজ্যে আটকে পড়েছেন বাংলার ২৪২ জন শ্রমিক। যা নিয়ে ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা।
ঠিক কী হয়েছে?
আসলে কেরলের ওয়ানড়ে বিপর্যস্ত এলাকায় বাংলার কতজন শ্রমিক আটকে রয়েছেন,শুক্রবার তা জানতে চেয়ে বিধানসভায় প্রশ্ন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। ওই প্রশ্নের জবাব শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, ওয়ানড়ে আটকে পড়েছেন বাংলার ২৪২ জন শ্রমিক।
শুক্রবার শ্রমমন্ত্রী আরও জানিয়েছেন, কেরলে আটকে পড়া ২৪২ জন শ্রমিকের মধ্যে ইতিমধ্যেই ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটকে পড়া শ্রমিকরা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। মন্ত্রী জানিয়েছেন, শ্রমিকরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। বাকিদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।