বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে কমলেশ্বর নামক এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল ছত্তিশগড়ে। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ছত্তিশগড়ের জাঞ্জগির-চাম্পা জেলায়। সূত্রের খবর, পার্টি চলাকালীন কিছু দুষ্কৃতি বছর চব্বিশের ওই ব্যক্তিকে ছাদ থেকে ছুড়ে নিচে ফেলে দেয়।
পিটিআই সূত্রে খবর, চম্পা থানা এলাকার শ্রীকৃষ্ণ তুলসী ধর্মশালায় ১ সেপ্টেম্বর রাতের এই ঘটনায় খুনের অভিযোগে বৃহস্পতিবার আটজনকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, নিহত ব্যক্তি ১ সেপ্টেম্বর তাঁর বন্ধু বিন্নি দেওয়াংওয়ানের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। পার্টি চলাকালীন কিরণ সারথি এবং মনীশ সারথি বিনা আমন্ত্রণে এসে নাচতে শুরু করে সেখানে। কমলেশ্বর ও আরও কয়েকজন আপত্তি জানালে দুজনের সঙ্গে ঝগড়া শুরু হয়। এরপরেই অভিযুক্তরা তাঁদের ছয় বন্ধুকে ঘটনাস্থলে ডেকে নেয়।
আরও পড়ুন- Abhishek Banerjee : সুপ্রিম কোর্টের নির্দেশে কয়লা-কাণ্ডে স্বস্তিতে অভিষেক, সোমবার পর্যন্ত পদক্ষেপ নয়
আট অভিযুক্ত কমলেশ্বর এবং তার বন্ধুদের মারধর করতে শুরু করে। এরপর কমলেশ্বর কোনওরকমে পালানোর চেষ্টা করতেই অভিযুক্তরা তাঁকে ধরে ছাদ থেকে নীচে ফেলে দেয় বলেই অভিযোগ। তড়িঘড়ি তাঁকে বিলাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।