প্রত্যেক দিনের সঙ্গেই জড়িয়ে থাকে ইতিহাস। সেই ইতিহাসের আনাচে কানাচে থাকে অনেক ঘটনা। ২৪ অক্টোবর, তেমনই এক দিন। এই দিন কলকাতা জাতীয় তকমা পেয়েছিল। ১৯৮৪ সালে প্রথম ২৪ অক্টোবর ভারতে শুরু হয়েছিল মেট্রো পরিষেবা। প্রথম ৩.৪ কিলোমিটার পথ মেট্রো চালু হয় কলকাতায়। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, অর্থাৎ নেতাজি ভবন স্টেশন। বর্তমানে মেট্রো শহরজুড়ে ছড়িয়ে পড়েছে।
২৪ অক্টোবর বিশ্ব ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিনই ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রসঙ্ঘ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই এই রাষ্ট্রসঙ্ঘের আসল উদ্দেশ্য। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ছিল। তা আটকাতেই এই রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠা হয়।
১৯২১ সালের ২৪ অক্টোবর। এই দিন জন্মগ্রহণ করেন বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ। সাংবাদিকতার জগতে তাঁর অবদান অনস্বীকার্য। সমাজমাধ্যমকে কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তুলতেন তিনি। রাজনৈতিক কার্টুনগুলি রীতিমতো চর্চার বিষয় ছিল। তাঁর বিখ্যাত কার্টুন ছিল কমন ম্যান।