আজ ২৪ নভেম্বর। ইতিহাসের পাতায় এই দিনটির গুরুত্ব অনেকটাই। ১৬৭৫ সালে শিখদের নবম গুরু তেগ বাহাদুর প্রয়াত হন। বলা হয়, মোগল সম্রাট ঔরঙ্গেজেব তাঁকে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্মান্তরনের চেষ্টা করেন। তিনি মোগল সম্রাটকে জানান, তিনি ধর্মের জন্য হাসতে হাসতে প্রাণত্যাগ করতে পারেন। অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। সমাজে তৈরি করেছেন নতুন আদর্শ।
পৃথিবীতে কীভাবে মানুষ এল, তা এখনও রহস্য। তবে নতুন তত্ত্ব আবিষ্কার করে ফেললেন চার্লস ডারউইন। সালটা তখন ১৮৫৯। প্রথম বিবর্তনবাদের তত্ত্ব প্রকাশ করে সাড়া ফেলে দেন চার্লস ডারউইন।
একাধিক দেশে নারী-পুরুষের সাম্যতা ও অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু ২০০১ সালেই টার্কির ন্যাশনাল অ্যাসেম্বলি এই আইন পাশ করায়। যা গোটা বিশ্বের কাছে ঐতিহাসিক সিদ্ধান্ত।