দক্ষিণ আফ্রিকার শহর ইস্ট লন্ডনের এক নাইট ক্লাব থেকে ২১ জনের দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বেশির ভাগের বয়স ১৩ বছর। রবিবারেই এই ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত করছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামপোসা।
কী ভাবে ঘটল এই ঘটনা ? তা নিয়ে ধন্দ্বে দক্ষিণ আফ্রিকার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শীতের ছুটি উপভোগ করতেই ওই নাইট ক্লাবে গিয়েছিল ২১ জন। স্থানীয় এক সংবাদপত্রের খবর, ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে চেয়ার-টেবলের উপরেই পড়ে রয়েছে দেহগুলি। কিন্তু কোনও ক্ষতের চিহ্ন নেই বলেই দাবি করা করা হয়েছে। এমনকী এই দাবির সত্যতা স্বীকার করেছে ইস্ট লন্ডনের পুলিশও।
এই ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই নাইট ক্লাবের মালিককে। পুলিশকে তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনিও হতবাক হয়েছেন। কারণ, যে ২১ জনের দেহ উদ্ধার হয়েছে, তাদের নরম পানীয় দেওয়া হয়নি।