ইতিহাসের পাতায় ২১ অক্টোবরের সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। ১৯৪৩ সালের ২১ অক্টোবর এই দিনই প্রতিষ্ঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। এই বিকল্প সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাধ্যক্ষ তিন পদেই ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। জার্মানি, জাপান, ফিলিপিন্স, কোরিয়া, চিন, ইতালি, আয়ারল্যান্ডের মতো দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে সবথেকে বেশি সাহায্য করেছিল জাপান।
২১ অক্টোবর ১৯৫১। এই দিনই প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনসঙ্ঘ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপক বলরাজ মধোক ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রতিষ্ঠা করেন জনসঙ্ঘ।
ইতিহাসের পাতায় তিব্বতের ইতিহাসও জড়িয়ে এই দিনের সঙ্গে। ১৯৫০ সালে ২১ অক্টোবর, এই দিনেই তিব্বত আক্রমণ করে চিন। ১৬ হাজার উচু পার্বত্য অঞ্চলে তিব্বতের ধর্মগুরু দালাই লামা ও তাঁর শিষ্যদের তিব্বত থেকে তাড়িয়ে দেয় চিন সেনা। এরপরই ভারতে আশ্রয় নেন দালাই লামা।