ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল (Himachal)। ভূমিধসের (Himachal Land Slide) জেরে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। শিমলার সামার হিলের শিব মন্দিরে ধস নামে। সেকারণে একাধিক মৃত্য়ু হয়েছে বলে সোমবার টুইটে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে রবিবার রাতে সোলান জেলায় সাত জনের মৃত্যু হয়েছিল। শিমলা শহরের শিব মন্দির ধসে মৃত্যু হয়েছে নয় জনের। সব মিলিয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন - লালকেল্লায় নিরাপত্তায় এবার AI, কার্যত দূর্গ দিল্লি, নিরাপত্তায় ১০ হাজার কর্মী
স্থানীয় সূত্রের খবর, শিমলার ওই শিব মন্দিরে জন পুণ্যার্থী জমায়েত হয়েছিলেন। আচমকাই বৃষ্টির জেরে ভেঙে পড়ে মন্দিরের একাংশ। উদ্ধার করা হয়েছে ৯টি দেহ। আশঙ্কা ১৫ থেকে ২০ জন পুণ্যার্থী এখনও চাপা পড়ে রয়েছেন। ফলে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই খবর।