লোকসভা নির্বাচনের প্রচারপর্বের শেষে ৪৫ ঘণ্টার জন্য 'ধ্যানে' বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীর রক মেমোরিয়ালে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর ধ্যান। 'ধ্যানমগ্ন' মোদীর পাহারায় নিয়োজিত থাকবেন ২ হাজার পুলিশ ও নৌসেনা। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধী। তামিলনাড়ু কংগ্রেসের কটাক্ষ, এটি 'ধ্যান নৌটঙ্কি' ছাড়া কিছু নয়।
তামিলনাড়ু তথা দেশের দক্ষিণতম এই প্রান্ত স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত। সেখানেই ধ্যানে বসছেন মোদী। ৫ বছর আগে, ২০১৯ সালেও একইভাবে কেদারনাথের কাছে একটি গুহায় ধ্যানে বসেছিলেন মোদী।
মোদীর ধ্যান নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। রক মেমোরিয়াল, বোট জেটি, হেলিপ্যাড এবং কন্যাকুমারীর সরকারি গেস্ট হাউসের নিরাপত্তা খতিয়ে দেখেছেন তিরুনেভেলি রেঞ্জের ডিআইজি এবং এসপি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে গিয়েছে। হয়ে গিয়েছে। হেলিকপ্টারের মহড়াও।
মোদীর ধ্যান চলাকালীন সময়ে তিন সমুদ্রের মিলনস্থল কন্যাকুমারীতে জলপথে পাহারায় থাকছে উপকূল রক্ষী বাহিনী, জলপুলিশ এবং নৌবাহিনী। তামিলনাড়ুর কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই দাবি করেছেন, মোদীর ধ্যান আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।