প্রচণ্ড গরমে দিল্লিতে জলসঙ্কট তৈরি হতে পারে। আর সেকারণে এখন থেকেই কড়া পদক্ষেপ নিল দিল্লির আপ সরকার। এবার থেকে জল নষ্ট করলেই মোটা টাকা জরিমানা গুনতে হবে দিল্লিবাসীদের। দিল্লি সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দিল্লি সরকারের তরফে প্রকাশ করা নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও বাড়ির জলের ট্যাঙ্ক থেকে জল উপচে পড়লে, ব্যক্তিগত গাড়ি ধুলে, নির্মাণ কাজের জন্য জল ব্যবহার করলে অথবা বাণিজ্যিক কারণে পানীয় জল ব্যবহার করলে ২০০০ টাকা জরিমানার সম্মুখীন হতে হবে।
Read More- 'বাঁধ সারানোর জন্য একটাকাও দেয়নি! মিথ্যা কথা', বারুইপুরের সভা থেকে মোদীকে কটাক্ষ মমতার
জল অপচয় হচ্ছে কিনা তা দেখার জন্য ২০০ টি দল মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে দিল্লি সরকারের তরফে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করবে তারা। ইতিমধ্যে সেখানকার রাজ্য সরকারের তরফে নির্মাণস্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।