বঙ্গে সাময়িক স্বস্তি মিললেও, চড়া তাপপ্রবাহে পুড়ছে দিল্লি-বিহার ওড়িশা সহ দেশের একাধিক রাজ্য। ভয়ঙ্কর তাপপ্রবাহে বিহারে হিটস্ট্রোকের কারণে কমপক্ষের ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এরমধ্যে ঔরঙ্গাবাদে ২ ঘণ্টায় প্রায় ১৬ জনের প্রাণ গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বুধবার ওই এলাকায় তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি। বৃহস্পতিবার সামান্য কমে তাপমাত্রা দাঁড়ায় ৪৪ ডিগ্রিতে।
কাইমুরের মোহনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সাহিল রাজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হিটস্ট্রোক নিয়ে মোট ৪০ জন হাসপাতালে এসেছিলেন। ওড়িশার রাউরকেল্লা শহরে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
রাউরকেল্লা সরকারি হাসপাতালের (আরজিএইচ) ডিরেক্টর-ইন-চার্জ (ডিআইসি) সুধারানি প্রধান, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ছয় ঘণ্টার ব্যবধানে মৃত্যুগুলি হয়েছে।