নয়ের দশকের জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউজ। বিশ্বজুড়ে বাচ্চারা এক নামে চেনে। ১৮ নভেম্বর সেই মিকি মাউজের জন্মদিন। ১৯২৮ সালের ১৮ নভেম্বর, ওয়াল্ট ডিজনি এই চরিত্রটি সৃষ্টি করেন। নিউ ইয়র্কের কলোনি থিয়েটারে রিলিজ হয়েছিল স্টিমবোট উইলি। সেখানেই প্রথম দেখা যায় মিকি মাউজকে।
এই দিনই দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। ১৯৭২ সালের ১৮ নভেম্বর ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এই সিদ্ধান্ত নেয়। দেশে ৮ প্রজাতির বাঘ দেখা যায়। এদের মধ্যে সবথেকে শক্তিশালী সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।
এই দিনের সঙ্গে জড়িয়ে বিশ্বসুন্দরীর ইতিহাসও। ১৮ নভেম্বর, ২০১৭। হরিয়ানার মানুষী চিল্লার বিশ্বসুন্দরী হন। ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া এই খেতাব জিতেছিলেন।