রাজস্থানের কোচিং হাব কোটায় এবার এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই অভিযোগে ৪ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নির্যাতিতাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রী NEET-এর জন্য প্রস্তুতি নিতে কোটা গিয়েছিলেন। গত ১০ ফেব্রুয়ারি নির্যাতিতাকে ফ্ল্যাটে ডাকে অভিযুক্ত যুবক। সঙ্গে ছিল তার তিন সঙ্গীও। ঘটনার পর ভেঙে পড়েন ওই ছাত্রী। ১৩ ফেব্রুয়ারি এক বন্ধুর সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলা, তৃণমূল সাংসদ দেবকে দিল্লি তলব ইডির