বিহারে প্রবল বজ্রপাতে (Bihar Lightning) গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন একাধিক মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা ১৬ জন। মৌসম ভবন (IMD) বজ্রপাত নিয়ে বিহারে রেড অ্যালার্ট জারি করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, পূর্ব চম্পারণ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ জনের। পশ্চিম চম্পারণ জেলায় একজন ও আরারিয়া জেলায় একজন করে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। বাকা ও মুজফফরপুরেও বজ্রপাতে মৃত্যু দুজনের।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
বজ্রপাতে এতজন মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Neetish Kumar)। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যয় মোকাবিলা দফতরের পরামর্শও শোনার অনুরোধ করেছেন তিনি। উল্লেখ্য, গত ২০ জুন, বিহারে বজ্রপাতে মোট ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।