অশান্ত মণিপুর। এরমধ্যে হিংসা এবার পাশের রাজ্য মেঘালয়ে। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তপ্ত রাজধানী শিলঙের নোংরাম হিল অঞ্চল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। টহল দিচ্ছে পুলিশের বাহিনী। মেঘালয় পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও ভাবেই আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। এদিকে মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেই দাবি প্রশাসনের।
গত বুধবার থেকে অগ্নিগর্ভ মণিপুর। এক ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে অশান্তি শুরুর অভিযোগ। রাজ্যের আট জেলায় এই অশান্তি ছড়িয়ে পড়ে। সম্প্রতি গুয়াহাটি হাই কোর্ট এক নির্দেশে, মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করতে বলে। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেখান থেকেই সংঘাতের সূচনা।