দিল্লি পুলিশের কাছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মোট দু'টি এফআইআর জমা দিয়েছেন ৬ জন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালিকা কুস্তিগীর। ওই দু'টি এফআইআরে অন্তত ১৫টি যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে।
২৮ এপ্রিল যে এফআইআর দায়ের করা হয়, তাতে অন্তত দশটি যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছে আপত্তিকর ভাবে স্পর্শ, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইত্যাদি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই এফআইআরে অন্তত দুটি ঘটনার উল্লেখ রয়েছে যেখানে পেশাদারি সাহায্যের বিনিময়ে যৌনতার দাবি জানানো হয়েছে।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
প্রতিবেদন অনুযায়ী, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীর সম্ভ্রমহানির উদ্দেশে আঘাত), ৩৫৪এ ধারা (যৌন নিগ্রহ), ৩৫৪ডি ধারা (অনুসরণ করা) এবং ৩৪ ধারায় এফআইআর করা হয়েছে।
প্রথম এফআইআরটি করেছেন ৬ জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীর, তাতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সচিব বিনোদ তোমারের নামও রয়েছে। দ্বিতীয় এফআইআর করেছেন একজন অপ্রাপ্তবয়স্ক কুস্তিগীর, তিনি পকসো আইনের ১০ নম্বর ধারায় মামলা করেছেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে এবং দেশের বাইরে ঘটেছে।