মধ্যপ্রদেশের মন্দিরে দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৪ জনের। ইন্দোরের স্নেহ নগর এলাকায় শ্রীবালেশ্বর মন্দিরে রামনবমীর পুজোর সময় কংক্রিট ভেঙে কুয়োতে পড়ে যান একাধিক পুন্যার্থীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রামনবমীর পুজোতে বৃহস্পতিবার সকাল থেকেই এই মন্দিরে ভিড় ছিল। মন্দিরের ওই স্থানে কুয়ো আছে, জানতেন না পুন্যার্থীরা। ভিড়ের চাপে কংক্রিট ভেঙে কুয়োয় পড়ে যান পুণ্যার্থীরা। মোট ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জখম ২ পুন্যার্থী হাসপাতালেই মারা গিয়েছেন।