১৪ অক্টোবর দিনের সঙ্গে জড়িয়ে একাধিক ইতিহাস। এই দিন ১৯৫৬ সালে হিন্দুধর্ম ছেড়ে বৌদ্ধধর্মে দীক্ষা নেন বি আর আম্বেদকর। তাঁর সঙ্গে বৌদ্ধধর্মে যোগ দিয়েছিলেন ৩ লক্ষ ৬৫ হাজার অনুগামী। মহারাষ্ট্রের নাগপুরে এই ঘটনাটি হয়।
খেলার দুনিয়াতেও ১৪ অক্টোবরের গুরুত্ব অনেক। এইদিন রাজধানী নয়াদিল্লিতে ১৯তম কমনওয়েলথ গেমস আয়োজিত হয়। ২০১০ সালের ১৪ অক্টোবর কমনওয়েলথ গেমসের দায়িত্ব পায় ভারত। ১৯৮২ সালে শেষবার এশিয়ান গেমস আয়োজন করেছিল। তারপর এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে ভারত।
১৪ অক্টোবর, ১৮৮২। এই দিন লাহোরে প্রতিষ্ঠিত হয় পঞ্জাব বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সরকার কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের পর এই বিশ্ববিদ্যালয় চালু করে। এটি ভারতের চতুর্থ বিশ্ববিদ্যালয়।