দিল্লির রোহীনীতে ভয়াবহ ঘটনা। প্রতিশোধ নিতে জঙ্গলে নিয়ে গিয়ে ৮ বছরের ছেলেকে খুন করল ১৩ বছরের বন্ধু। ৪ এপ্রিলের ঘটনা। দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছিল বলে দাবি পুলিশের।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত বালকের অভিভাবক শ্রমিক এবং হেল্পারের কাজ করতেন। মৃতের মা ওই কিশোরটিকে কিছু মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার জন্য দোষারোপ করেন। তারপরই দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারামারি হয়।
প্রতিশোধ নিতে বন্ধুকে নিয়ে এক জঙ্গলে যায় ওই কিশোর। বড় পাথর দিয়ে মাথায় আঘাত করতেই ছোট ছেলেটি মারা যায়। তখনই ছেলেটির মোবাইল ফোনটি নিয়ে পালায় অভিযুক্ত ওই কিশোর।
সন্তানের খোঁজ না পেয়ে ৩ এপ্রিল পুলিশকে জানায় তার মা বাবা। পুলিশ তখন ওই কিশোরকে জেরা করতেই জেরার মুখে সব স্বীকার করে ছেলেটি।