মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা । বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হল ১৩ জনের । মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে খবর । দুর্ঘটনার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন । মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোড়িতে দুর্ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিয়েবাড়ি উপলক্ষে রাজগড়ের কুলামপুর যাচ্ছিলেন রাজস্থানের মতিপুরা গ্রামের বাসিন্দারা । কিন্তু, পিপলোড়ি গ্রামের কাছে যাত্রী-সহ ট্র্যাক্টরটি উল্টে যায় । রাজগড়ের জেলাশাসক হর্ষ দীক্ষিত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আহতদের ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের চিকিৎসা চলছে । বাকি দু'জনের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় তাঁদের ভোপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
কী কারণে দুর্ঘটনা এখনও জানা যায়নি । কেউ বলছেন চালক মদ্যপ অবস্থায় ছিল, ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি । সেইসঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ।