ইতিহাসের সঙ্গে জড়িয়ে ১০ নভেম্বর। এই দিনটিকে দেশজুড়ে জাতীয় পরিবহণ দিবস মানা হয়। দেশ স্বাধীন হওয়ার পর বর্তমানে পরিবহণ ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে যানবাহনের দূষণ নিয়েও নতুন করে ভাবা হচ্ছে। দেশে চালু হয়ে গিয়েছে ইলেকট্রিক ভেহকেলও। যা পরিবহণ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।
১০ নভেম্বর, ১৯৮৩। এই দিন বিশ্বের তথ্য ও প্রযুক্তি জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনই মাইক্রোসফট প্রথম উইন্ডোজ সফটওয়্যার সাধারণের প্রকাশ্যে আনে। বর্তমানে বিশ্বের ৭৭ শতাংশ পার্সোনাল কম্পিউটার এই উইন্ডোজ ব্যবহার করে। সেই সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল শুধু কমান্ডের উপরই নির্মিত। সম্প্রতি উইন্ডোজ ১১ লঞ্চ করেছে মাইক্রোসফট।
বিশ্ব পরিবহণ ব্যবস্থার সঙ্গেই জুড়ে ১০ নভেম্বর। এই দিন আবিষ্কার হয় গাড়ির উইন্ডশিল্ড। ১৯০২ সালে অ্যান্ডারসন নামে এক মহিলা প্রবল বৃষ্টিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় কাঁচে বৃষ্টি পড়ায়, তাঁকে গাড়ির গতি কমাতে হয়। ওই মহিলা নিজের নোটবুকে প্রথম উইন্ডশিল্ড ওয়াইপারের আইডিয়া নোট করেন। ১৯০৩ সালে এর পেটেন্টও করান ওই মহিলা। এই ঘটনার ৫০ বছর পর বাস্তবিক রূপ পায় উইন্ডশিল্ড ওয়াইপার। সেই সময় অ্যান্ডারসনও জীবিত ছিলেন। নিজের চোখে বাস্তবায়িত হতে দেখেন নিজের আবিষ্কারকে।