এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধ সহযাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ড নিয়ে এখনও জারি চর্চা। এই আবহেই এবার দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব করে গ্রেফতার এক ব্যক্তি। জানা যাচ্ছে, ৮ জানুয়ারি দিল্লি বিমানবন্দরে বিমান ধরতে এসেছিলেন অভিযুক্ত জৌহর আলি খান। এরপর তিনি ৬ নম্বর ফটকের সামনে মত্ত অবস্থায় প্রকাশ্যে মূত্রত্যাগ করতে শুরু করেন বলে অভিযোগ। তার আচরণ দেখে ঘাবড়ে যান অন্যান্য যাত্রীরাও। তাকে থামানোর চেষ্টা লাগাতার হুমকি দিতে শুরু করেন তিনি।
Joshi Math Update: জোশীমঠের পর এবার আলিগড়, একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে কাওয়ারিগঞ্জের বাসিন্দারা
এরপর বিমানবন্দরের পুলিশ গ্রেফতার করে তাকে। পরে যদিও বন্ডে জামিন পান জৌহর। অভিযুক্ত সৌদির দমন যাওয়ার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন বলে খবর।