ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যেকটি দিন। ১ ডিসেম্বরও তেমনই একটি দিন। এই দিন বিশ্ব এইডস দিবস। ১৯ শতকে আফ্রিকার কঙ্গোতে প্রথম HIV আক্রান্ত ধরা পড়ে। প্রথমে বাঁদরের শরীরে পাওয়া যায় এইডস। এরপর তা ছড়িয়ে পড়ে মানবদেহেও। ১৯৮২ সালে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এই রোগের নাম AIDS দিয়েছিল। তৈরি হয়েছিল একটি বিশেষ চিহ্ন। লাল ফিতের রিবন।
নাগাল্যান্ডের সঙ্গে জড়িয়ে এই দিনের ইতিহাস। ১৯৬৪ সালে ১৬তম রাজ্য রূপে আত্মপ্রকাশ করে নাগাল্যান্ড। উত্তর পূর্বের সেভেন সিস্টার্সের মধ্যে অন্যতম। নাগাল্যান্ডের ১০০-এর বেশি জনজাতি আছে। যাদের প্রত্যেকের জীবনধারা আলাদা।
১ ডিসেম্বরের সঙ্গে জুড়ে পাকিস্তানের ইতিহাস। ১৯৮৮ সালে এই দিনে পাকিস্তানে শপথগ্রহণ করেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। এরপর ১৮৮৮-১৯৯০ ও ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে ২৭ ডিসেম্বরে নির্বাচনের প্রচার চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বেনজির ভুট্টোর।