এক কথায় তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি, তা বলে অন্য তারকার সাফল্যে হিংসে হয় না? কী বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)? পরের প্রজন্মের তারকা দেবের (Dev) কেরিয়ার মোটামুটি মসৃণ, অল্প সময়েই কেরিয়ারে একটার পর একটা বক্স অফিস সাফল্য, তাই দামি ফ্ল্যাট, গাড়ি সবই হয়েছে তাড়াতাড়ি, এসব কেমন চোখে দেখেন বুম্বা দা?
সম্প্রতি জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, এই প্রজন্মের তারকাদের সাফল্যে তিনি খুশিই হন। দেবের ফ্ল্যাটে গিয়ে চোখে জল এসে গেছিল তাঁর। অভিনেতা জানিয়েছেন, ছেলে মিশুকের জীবনে ভাল কিছু হলে যতোটা খুশি হতেন, দেবের জন্যেও ততোটাই খুশি হয়েছেন তিনি।
Debchandrima Singha Roy : ত্বকের যত্ন নিতে ও হজমের সমস্যা দূরে রাখতে সকালে কী খান দেবচন্দ্রিমা ?
প্রসঙ্গত, সম্প্রতি 'কাছের মানুষ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে দেব এবং প্রসেনজিৎকে।