২২ গজে হাঁপিয়ে উঠেছিলেন, তাই আপাতত ক্লান্তি কাটাতে সস্ত্রীক ঘুরতে যাওয়ার পরিকল্পনা অরুণ লালের (Arun Lal)। চলতি বছরের পুজোতেই তুরস্কে যাওয়া মনস্থির করেছেন বাংলার সদ্য প্রাক্তন কোচ।
দিন দুয়েক আগে থেকেই বাংলার কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এখন কিছু দিন ২২ গজ থেকে দূরেই থাকতে চাইছেন অরুণ লাল। বিয়ে করেছেন সদ্য। বিয়ের পর ঘুরতে যাওয়া হয়নি নানা ব্যস্ততায়। স্ত্রী-কে নিয়ে পুজোয় তুরস্কে (Turkey) ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে। তার আগে কাছাকাছির মধ্যে দার্জিলিং, কালিম্পং-এও যাচ্ছেন। অপেক্ষা শুধু স্ত্রী বুলবুলের (Bulbul Saha) স্কুলের ছুটি পাওয়ার।
Back pain relief: দীর্ঘ সময় ধরে ওয়ার্ক ফ্রম হোম! কোমরে ব্যথায় কুপোকাত! সুস্থ থাকতে কী করবেন?
গত মে মাসেই মহা ধুমধাম করে পেশায় স্কুল শিক্ষিকা বুলবুল সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ৬৬ বছরের অরুণ লাল।