সকালে ব্রেকফাস্টে কী বানাবেন, এ এক ভারী চিন্তার বিষয়। রোজ রোজ কী আর একঘেয়ে খাবার খেতে ভাল লাগে? সেক্ষেত্রে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন মিল্ক চকোলেট টোস্ট।
বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই এই মুখে লেগে থাকার মতো সহজ ব্রেকফার্স্ট বানিয়ে নিতে পারবেন।
কীভাবে বানাবেন?
কিছুই না, প্রথমেই পাউরুটি মাঝখান থেকে কেটে ভাল করে সেঁকে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে গলিয়ে নিন বেশ কিছুটা বাড়িতে থাকা যেকোনও চকোলেট। না থাকলে চকোলেট সস ব্যবহারও করা যেতে পারে।
এবার একটি ছোট্ট পাত্রে অল্প জল গরম করে, তাতে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এবার একটু ঘন করে গুলে নিতে হবে। এবার ওই পাউরুটিতে চকোলেট আর ঘন দুধের প্রলেপ লাগিয়ে নিলেই রেডি মিল্ক চকোলেট টোস্ট।