Lonka Panthar Jhol : নবমীতে গরম ধোঁয়া ওঠা ভাত আর লঙ্কা পাঁঠার ঝোল, দুপুর জমানো রেসিপি শিখে নিন

Updated : Oct 04, 2024 07:09
|
Editorji News Desk

বাঙালি ভোজন রসিক। পুজোর কটা দিন ডায়েটের তোয়াক্কা না করেই খানাপিনা চলবে এতো বলাই বাহুল্য। এই সময় বাড়িতেও অতিথিদের আনাগোনা লেগেই থাকে। বাইরে খাওয়া-দাওয়া তো থাকবেই, এইসময় বাড়িতেও বাঙালি পদ রেঁধে ফেলার মজাও কিন্তু আলাদা। 

অষ্টমীর দিন অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার চল রয়েছে। কিন্তু নবমীতে জিভ আর বাঁধ মানতে চায় না। নিরামিষের পর নবমীর দিন জোরদার পাত পেড়ে না খাওয়া হলে কী আর চলে? তাই নবমীতে রেঁধে ফেলতে পারেন ঝাল ঝাল লঙ্কা পাঁঠার রেসিপি। 

প্রথমেই মাংস ভাল করে ধুয়ে, একটি বড় পাত্রে, জিরে , হলুদ গুঁড়ো, তেজপাতা, লবণ, দারচিনি গুঁড়ো , সর্ষের তেল আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একসাথে মেখে নিন।

এবার আদা-রসুন বাটা আর মৌরি দানা দিয়ে মাংসের সঙ্গে মেখে নিন। কয়েক ঘণ্টা মাংস ঠান্ডা করতে রেখে দিন। এবার বড় পাত্রে তেল গরম করে গোলমরিচ -গরম মশলা, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিন। ম্যারিনেট করা মাংস দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকুন। এবার মাংস কষে এলে প্রেসারকুকারে দিয়ে দিন পরিমাণ মতো জল দিয়ে। এবার আরও একটু গোলমরিচ এবং নুন দিয়ে রান্না করে উপর থেকে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে জমে যাবে লঙ্কা পাঁঠার রেসিপি।

Durga Puja 2024

Recommended For You

editorji | editorji-র হেঁশেল

Paneer Mirchi Masala Recipe : ডিনারে পরোটা আর পনির মির্চি মশলা, জুভে জল আনা পদের রেসিপি শিখে নিন

editorji | editorji-র হেঁশেল

Vapa Pitha : পৌষ সংক্রান্তির আবহে পাতে কেক স্টাইলের ভাপা পিঠে, রইল রেসিপি

editorji | editorji-র হেঁশেল

Soy Tikka Masala Recipe : পরোটা আর সয়া টিক্কা মশলার দারুণ কম্বিনেশন ডিনারে, দেখুন রেসিপি

editorji | editorji-র হেঁশেল

No Bread Matar Sandwich : পাউরুটি ছাড়াই স্যান্ডউইচ, কীভাবে বানাতে হয় দেখে নিন

editorji | editorji-র হেঁশেল

Veggie Pasta Soup Recipe : ঠাণ্ডায় গরম গরম পাস্তা স্যুপ, জেনে নিন রেসিপি